আগৈলঝাড়া :: বরিশালের আগৈলঝাড়ায় কমিটমেন্ট টু হিউম্যান সার্ভিস সংগঠনের পক্ষ থেকে উপজেলার অসহায় শীতার্ত ১শ জনকে ১শ পিস সোয়েটার বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গৈলা শহীদ স্মৃতি ক্লাবে সংগঠনের সভাপতি মো. ফয়সাল সরদারের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই সংগঠনের উপদেষ্টা মুন্সী সিফাত রহমান, তানজিম খান, মো. সাগর হাওলাদার, সদস্য আলভী মাহমুদ, আব্দুল আহাদ, আহামাদুজ্জামান মমিন।