আকন আবদুল জলিল ::
আলহামদুলিল্লাহ্ আগামীকাল সকাল ১০টায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসুচিতে ঢাকার রাজপথে আমার শায়েখকে মুষ্ঠিবদ্ব হাতে আবারো দেখা যাবে, ইনশাআল্লাহ। আমার শায়েখের এ সংগ্রাম, এ বিপ্লব,এই দাবী নিজের জন্য না, দলের জন্য না — এ দাবী, ঈমানের, এই দাবী রাসূল প্রেমের, এই দাবী সকল মুসলমানদের ।
তাই দল-মত নির্বিশেষে সকলেই নবী প্রেমে উজ্জীবিত হয়ে চলে আসুন ঢাকার রাজপথে (বায়তুল মোকাররমের উত্তর গেইটে), মানবতার নেতা চরমোনাইর পীর সাহেব হুজুরের সাথে মুষ্ঠিবদ্ধ হাতে বজ্রকন্ঠে শ্লোগান তুলুন বিশ্ব নবীর অপমান – সইবে নাকো মুসলমান।