ডেস্ক :: বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরের মাতা রাবেয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর ৭ নং গল্লির গুচ্ছগ্রাম কালভার্ট সংলগ্ন পলাশপুর রহমানিয়া কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সভাপতি চাঁন মিয়া এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মো:নুরুল ইসলাম (ফিরোজী)। রাবেয়া বেগম এর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় মাদ্রাসায় দিন ব্যাপী কুরআনখানী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চাঁন মিয়া, শ্রমিক লীগের সভাপতি মালেক হাওলাদার এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ জহিরুল ইসলামসহ শিক্ষক-ছাত্র অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।