উজিরপুর ::
বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নে দত্তেসর গ্রামের মৃত রাজে আলী তালুকদারের ছেলে ছবুর তালুকদারের পুকুরের মাছ দুপুরে জোর করে স্থানীয় প্রবাসী হালিম সরদার, জব্বার তালুকদার, মোদাচ্ছের তালুকদার, হায়দার আলী তালুকদার সহ স্থানীয় ভাড়াকরা সন্ত্রাসীরা লুট করে নিয়ে যান।
জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এনিয়ে বরিশাল আদালতে ২২/২০০৭, ১৫৮/২০১৭ নং মামলা সহ একাধিক মামলা চলমান রয়েছে। বিবাদীগণ প্রভাবশালী হওয়ায় মামলা চলমান জমির পুকুরের মাছ লুট করেন এবং ঐ জমিতে থাকা গাছ বিক্রি করার পায়তারা চালাচ্ছেন। এ নিয়ে প্রতিবাদ করায় ছবুর তালুকদারের পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সরদারের কাছে পুকুরের মাছ লুটের বিষয় জানতে চাইলে তিনি বলেন মাছ ধরার কথা আমি সুনেছি তবে তারা বলেছেন দেশীয় প্রকৃতির সামান্য কিছু মাছ ধরা হয়েছে। এ বিষয়ে ভুক্তোভুগি পরিবার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।