নাজমুল হক মুন্না, উজিরপুর ::
বরিশালের উজিরপুরে সাংবাদিক পরিচয় দিয়ে ২লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেই এক ইউপি সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালিকান্দা গ্রামের মৃত আঃ জলিল মৃধার ছেলে মোঃ টুকু মৃধা(৩৬) ও কাংশি গ্রামের মৃত জলিল মৃধার ছেলে টিপু মৃধা (৫০) নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ২৮ অক্টোবর শোলক ইউনিয়নের কাংশি গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজ সরদারের নিকট ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ২৭ অক্টোবর টিপু মৃধার ছেলে আবদুল্লাহর সাথে সিরাজ সরদারের ছেলে ফাহিম এর সামান্য কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৮ অক্টোবর বিকাল ৪টায় ধামুরা বন্দরের সিরাজ মেম্বারের অফিসে ঢুকে টুকু মৃধা ও টিপু মৃধা ভিডিও ক্যামেরা নিয়ে এশিয়ান টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ২লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে টিভিতে সংবাদ প্রকার করার হুমকি দেন।
এমনকি সংবাদ প্রকাশ হলে মেম্বারের পদ থেকে বরখাস্ত সহ পুলিশ কর্তৃক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের হুমকি প্রদান করেন।
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার জানান, এশিয়ান টিভিতে টুকু মৃধা নামে কোন সাংবাদিক আছেন বলে আমার জানা নেই; তবে সাংবাদিক এর নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তার দায় দায়িত্ব তাকেই নিতে হবে।