আরশাদ মামুন ::
অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ হতবাক সমগ্র জাতি! লালমোহন ও তজুমদ্দিনের আপামর জনতা উন্নয়ন বিপ্লবে ছড়িয়েছেন তার খ্যাতি!! ভয়কে জয় করাই যার মূল চালিকা শক্তি! উন্নয়ন দিয়ে ঘটিয়েছেন বিপ্লব বলেই তার প্রতি বেড়ে গেছে সাধারণ মানুষের ভক্তি!! অসহায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো ও খোজখবর নেওয়া সহ উন্নয়নই যার চিন্তা-চেতনা! সাধারণ মানুষের ভালবাসাই দ্বীপবন্ধুর মূল প্রেরনা!! প্রতিনিয়তই করে যান কর্মী সম্মেলন! নিজ বাসায় করেন গরীব দু:খীকে আমন্ত্রণ!! করেন গ্রামে-গঞ্জে জনসভা! ডিজিটাল হলো লালমোহন পৌরসভা!! করেন গোলটেবিল বৈঠকে আলোচনা! কখনো করেননি শত্রুরও সমালোচনা!! ঘরোয়া মিটিং করে যান প্রতিনিয়ত! অতিক্রম করে যান বাধাবিপত্তি শত!! বিদ্রোহী কন্ঠে করেন অন্যায়ের প্রতিবাদ! এককালের সন্ত্রাসের অভয়ারণ্যে ঘেরা লালমোহন-তজুমদ্দিনের মানুষ এখন শান্তিতে বাস করেছেন অবাধ!! অন্যায়ের প্রতিবাদী এক জ্বলন্ত অগ্নেয়গিরি! অপরুপ সৌন্দর্যমন্ডিতে আচ্ছন্ন লালমোহন-তজুমদ্দিন যেন জীবনানন্দ দাসের ধানসিড়ি!!!অনেক আশা করে আপনাকে নিয়ে, জনগন করে অনেক বাহাদুরি! প্রতিটি মানুষ আপনাকে দেখে হতে চায় নুরুন্নবী চৌধুরী!! আপনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেচে থাকতে চায় এ মানুষগুলো আজীবন! আপনার লয়ে হাসিমুখেও এ মানুষগুলো দিয়ে দিবে প্রাণ!! পাঠকের জন্য মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের ব্যক্তিগত সহকারী প্রভাষক মিজানুর রহমান ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া।