মোঃ জিয়াউদ্দিন বাবু :: বাকেরগঞ্জের ২ ডাকাত দলের সদস্য কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল বরিশালের বিভাগীয় স্পেশাল জজ মোহাম্মদ মহসিনুল হক ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন বাকেরগঞ্জ থানার মহেষপুর গ্রামের ইউসুফ জোমাদারের ছেলে মোঃ হাকিম জোমাদার, পশ্চিম দুর্গাপুর ইউনিয়নের মোঃ আঃ রশিদ খানের ছেলে আয়নাল ওরফে কবির খান।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সনের ২৫ সেপ্টেম্বর গ্রেফতারকৃতরা ডাকাত দলের সদস্যদের নিয়ে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারের সময় বাকেরগঞ্জ এর ৭ নং ওয়ার্ড পৌরসভার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে উক্ত ডাকাতির ঘটনায় অস্ত্র উদ্ধার করতে গেলে ডাকাত দল হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় আসামীদের কাছ থেকে ১টি শটগান, ২টি পাইপগান, ১টি ছোরা ও ৯ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ২০১৬ সনের ২৬ সেপ্টেম্বর ডিবি পুলিশের এস আই আঃ হক বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৭ সনের ২৮ মার্চ মামলার চার্জশিট দেন বাকেরগঞ্জ থানার এস আই ইউনুস আলী। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা পলাতক ছিলেন।