স্টাফ রিপোর্টার ॥ বরিশালে গ্যাসচালিত সিএনজি থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন ৩০ টাকা হারে সিএনজি থেকে চাঁদা আদায় করছে একটি চক্র। শ্রমিক কল্যাণ ফান্ডের নামে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রভাবশালী চক্রটির ভয়ে প্রতিবাদ করছেন না কেউ ই। যদিও যাত্রীবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। তবে সেই নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত চলছে চাঁদা আদায়।
নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সিএনজি চালক মো. হালিম, মো. মিজান সহ একাধিক চালক জানান, বরিশাল মহানগরীতে সিএনজি চালাতে হলে আমাদের দৈনিক ৩০ টাকা হারে চাঁদা দিতে হচ্ছে। ঐ এলাকার একটি চক্র দীর্ঘদিন যাবত এই অপকর্মটি করে আসছে। প্রভাবশালী হওয়ায় চক্রটির এই অপকর্মের প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা আমরা।
অপর এক প্রশ্নের জবাবে তারা বলেন, শ্রমিক কল্যাণ ফান্ডের নামে এই চাঁদা আদায় করা হলেও প্রকৃতপক্ষে সেই অর্থের হদিস আর মেলেনা। এমনকি এখন পর্যন্ত আমরা কোন সিএনজি চালককে কল্যাণ ফান্ড থেকে সাহায্য-সহযোগিতা পেতে দেখিনি। আর এই চক্রটিকে মদদ দিচ্ছেন স্থানীয় প্রভাবশালী লিটন মোল্লা।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।
এদিকে লিটন মোল্লার সহযোগী পরিচয় দিয়ে রশিদ নামক এক ব্যক্তি মঙ্গলবার রাতে এই প্রতিবেদকের সাথে মুঠোফোনে রূঢ় আচরণ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।
(আগামী পর্বে বিস্তারিত। সিএনজি চালকদের বক্তব্য দেয়া ভিডিও এবং উল্লিখিত ব্যক্তিদের অডিও রেকর্ডিং প্রতিবেদকের কাছে রক্ষিত আছে)।