#
কামরুল হাসান রুবেল,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ।
উগ্র,মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষরযন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানবন্ধন-সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শনিবার বেলা ১১ টায় রাঙ্গাবালী উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এমানবন্ধন সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগির,মো.কামাল প্রমুখ।
প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের শিল্প-সংস্কৃতির জন্য এটি মারাত্বক হুমকির স্বরূপ। দেশের অব্যহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না, তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এছাড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে রুখে দেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে রাঙ্গাবালী উপজেলার সকল কমকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।