ডেস্ক ::
বরিশালের দু’টি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছয় মেয়রপ্রার্থীসহ ৭৩ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম। এ সময় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের ধারণা দেওয়া হয়। সকালে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপির এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে ওই পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডের ২৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৪ জন। বেলা ৩টায় একই স্থানে উজিরপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপির শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন এবং ৯টি সাধারণ ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। এ পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ৯২৪ জন। প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।