প্রেস বিজ্ঞপ্তি
বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবানে অদ্য সকাল ১০ ঘটিকা থেকে বেলা ১২টা পর্যন্ত কলকারখানা, প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর, আমানতগঞ্জ, বরিশাল আঞ্চলিক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রিয় কমিটির সদস্য ও বরিশাল সাধারণ সম্পাদক এ্যাড. এ কে আজাদ, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, সহ-সভাপতি রুহুল আমিন, বস্তিবাসী ইউনিয়নের আহবায়ক নূর হোসেন হাওলাদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোছনা বেগম, দর্জি শ্রমিক সংগ্রাম কমিটির আহবায়ক তুষার সেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সহসভাপতি সম্পা দাস, জেলা সংসদের সহ-সভাপতি কিশোর কুমার বালা, দর্জি শ্রমিক নেতা মোঃ কাওছার, মোঃ আল আমিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩ শে জানুয়ারি দর্জি শ্রমিকদের জন্য আলাদা গেজেট প্রকাশিত হলেও অদ্য পর্যন্ত মালিক পক্ষ তা মেনে নেয়নি। এতে প্রমাণ করে মালিক পক্ষ সরারি আইন মানেনা। অবিলম্বে মালিক পক্ষকে আইন মানতে বাধ্য করা এবং শ্রমিকদের দাবী বকেয়া সহ বাস্তবায়নের আহবান জানান।
উপ-মহাপরিদর্শক হিমন কুমার সাহা গেজেট বাস্তবায়নের জন্য দর্জি মালিকদের বিরুদ্ধে প্রয়োজনে মামলা করা হবে বলে জানান। তিনি বলেন, শ্রমিকদের দাবী ন্যায্য এবং আইনানুগ। এ দাবী মালিক পক্ষকে অবশ্যই মানতে হবে।