ডেস্ক :: ১৬ ডিসেম্বর ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক শৈলেশ্বর চক্রবর্তীর ৪১ তম মৃত্যুবার্ষিকী। ১৯০১ সালের ১৭ ডিসেম্বর উজিরপুর থানার হস্তিশুন্ড গ্রামে এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯২৪ সালে তিনি বরিশাল জেলা কংগ্রেসের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন একই সঙ্গে বরিশালের সর্ববৃহৎ যুব সংগঠন তরুণ সংঘের সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর তিনি রাজবন্দি হিসেবে কারাবরণ করেন।
১৯৩৯ সালে রাজনীতি থেকে অবসর নিয়ে শিক্ষকতায় আত্মনিয়োগ করেন। ৩৭ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পর বার্ধক্যজনিত কারণে ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। তিনি ইংরেজি, বাংলা, সংস্কৃত এবং জার্মান ভাষায় সুপ-িত ছিলেন।