ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি। মঙ্গলবার ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে সংগঠন দুটি।
এর মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন শাহিন খান, সৈয়দ আনিসুর রহমান, প্রদীপ কুমার ঘোষ পুতুল, আনসার আলী, শাহজাহান হাওলাদার, এনায়েত হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সেক্টর কমান্ডার ফোরাম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অপরদিকে একই দাবিতে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। এতে স্বগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন তাপস কুমার শীল, আব্দুল লতিফ মল্লিক, আবু সাঈদ, পাপিয়া জেসমিন, মোহাম্মদ নূরুল ইসলাম, মো. এবায়দুল ইসলাম, মাহাবুবা হোসেন প্রমুখ।