মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ::
এবার মেহেন্দিগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার নিয়োগকৃত ট্রলারে থাকা মাঝি সহ চার জন কে জাল ও মাছ চুরির অভিযোগে আটক করা হয়েছে।
মোঃ আরিফুল, মোঃবাদল, মোঃ সোহেল, মোঃ আরিফ হোসেন এদের কে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে মোবাইল কোর্টে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে অভিযানে ১৪ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২১ জন জেলেকে সর্বমোট ১,২০,০০০ (এক লক্ষ কুড়ি হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায়।