ডেস্ক ::
বরিশাল মহানগর জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে রোববার সন্ধ্যা ৬ টায় ফজলুল হক এভেনিউ বরিশাল মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বরিশাল মহানগর জাতীয় পার্টি সভাপতি এ্যাড এ কে এম মুরতজা আবেদীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল মহানগর সহ-সভাপতি বাসেদ তালুকদার , সাংগঠনিক সম্পাদক,এ,কে,এম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজল সিকদার,প্রচার সম্পাদক মোঃ আলী হোসেন দপ্তর সম্পাদক এস,এম মনোজ ,জাপা নেতা সোহাগ হাওলাদার, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক শেখ আনোয়ার হোসেন,জাতীয় যুব সংহতি বরিশাল জেলা সহ-সভাপতি এ্যাডঃ কে,এম জুবায়ের ,জাতীয় শ্রমিক পার্টি বরিশাল মহানগর সভাপতি নাইমুর রহমান নয়ন, জাপা ১০নং ওয়ার্ড সভাপতি এস,এম মনোজ, ২৩ নং ওয়ার্ড জাপা সভাপতি মোঃ খালেক হাওলাদার , ৫নং ওয়ার্ড সভাপতি হারুন আর রশিদ , বরিশাল মহানগর জাতীয় ছাত্রসমাজ, সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ জাহিদ, ছাত্রনেতা মোঃ আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৯০ সালের ৬ ডিসেম্বর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিনা রক্তপাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন জাতীয় পার্টির চেয়ারম্যান (প্রয়াত) সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। ৬ ডিসেম্বর জাতীয় পার্টি সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে।