হিজলা প্রতিনিধি ::
বরিশালের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে হিজলা উপজেলার অন্তরবাম মেঘনা নদী এলাকায় ২৭ অক্টোবর দিবাগত রাতে নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছিল।
অবৈধভাবে মাছ শিকারের জেলেদের একটি ট্রলারকে নৌপুলিশ ধাওয়া করলে একটি সঙ্গবদ্ধ জেলে চক্র পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলা করার চেষ্টা করে এমনকি নৌপুলিশের ট্রলারের উপর জেলেদের ২ ইঞ্জিন বিশিষ্ট শক্তিশালী ট্রলার উঠিয়ে দিয়ে নৌপুলিশের ট্রলার ডুবিয়ে দেয়।
তখন নৌপুলিশের ভাসমান টহল টিম ২ এর ইন্সপেক্টর আবু তাহের সহ কয়েক জন পুলিশ সদস্য পানিতে পড়ে যান। এসময় পার্শ্ববর্তী পুলিশ টিম তাদেরকে উদ্ধার করে হামলাকারীদের ৩ জনকে আটক করে।
ইন্সপেক্টর আবু তাহেরের নিকট হামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কেউ না কেউ জেলেদের উস্কানী দিয়েছে যার কারণেই জেলেরা এতোটা সাহসী। এবিষয়ে কোন মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে।